মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের সঙ্গে ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। আগুনে দগ্ধ হয়েছে আরও দুইজন।
ভোরে হেতিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ওই গাড়ির সিলিণ্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় মাইক্রোবাসে থাকা ছয়জন দগ্ধ হন। ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে নেয়া হয় সিলেট ওসমানী মেডিক্যালে। সেখানে ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য দুই জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।