মাইক্রোসফটের পরিচালনা পরিষদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিল গেটস
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বৈশ্বিক স্বাস্থ্য খাতসহ দাতব্য কাজে বেশি সময় দিতে মার্কিন কোম্পানি- মাইক্রোসফটের পরিচালনা পরিষদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
বিশ্বের এই শীর্ষ ধনী জানান, এখন থেকে বৈশ্বিক স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়ে অধিক মনোযোগ দিতে চান তিনি। মাইক্রোসফটের পাশাপাশি ওয়ারেন বাফেটের হোল্ডিং কোম্পানি- বার্কশায়ার হাথাওয়ের পরিচালনা পরিষদ থেকেও এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন তিনি। এর আগে ২০০৮ সালেই বিল-গেটস মাইক্রোসফটের দৈনন্দিন কার্যক্রমভিত্তিক দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নেন। পরিচালনা পরিষদ ছাড়লেও কোম্পানির মূল নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক সংযোগ রাখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। শৈশবের বন্ধু- পল অ্যালেনকে সঙ্গে নিয়ে ১৯৭৫ সালে নিউ মেক্সিকোর আলবুকারকিউতে বিল-গেটস মাইক্রোসফটের কার্যক্রম শুরু করেন।