মাগুরায় দুর্গা পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
- আপডেট সময় : ০১:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
মাগুরায় পাঁচ দিন ব্যাপি ২০ অক্টোবর থেকে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচদিন ব্যাপী দূর্গা পূজা। এ বছর জেলায় ৭০৫টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এখন মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা জানান, কাজে উপযুক্ত মজুরী না থাকায় শিল্পীরা অনেকে পেশা বদল করছে। জেলা পূজা উয্যাপন পরিষদের নেত্রীবৃন্দ জানান, সুষ্ঠ ভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসনে পক্ষ থেকে সকল ধরনে সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়েছে।
দুর্গা দেবির আগমনী বার্তাকে সামনে রেখে মাগুরার মন্দিরে মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। মন্দিরে প্রতিমা শিল্পীরা রাতদিন শ্রম দিচ্ছেন যথা সময়ে কাজ শেষ করার জন্য।
শিল্পীদের পেশাবদল করার পরেও প্রতিমা তৈরিতে সময় দিতে হয়। কিন্তু দুই কাজ একসঙ্গে করায় সময় নিয়ে দুর্গাকে সাজাতে সমস্যা হচ্ছে তাদের। উপরন্তু উপযুক্ত মজুরী না পাওয়ায় হতাশ তারা।
সুষ্ঠ ভাবে পূজা সম্পন্ন করতে প্রতিটি মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি।
পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জেলার সর্বত্র যোগাযোগ রক্ষ করা হচ্ছে।
দূর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় সকল পুজা মন্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।