মাগুরার ধনেশ্বরগাতি ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ : আহত ১৫ জন
- আপডেট সময় : ০৬:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পরাজিত প্রার্থী ও নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মুন্সীগঞ্জের সদরে শিলই ইউপিতে সদ্য নির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, সাতক্ষীরার পুষ্পকাটি ও মেহেরপুর সদরের বুড়িপোতা ইউনিয়নে বিজয়ী ও পরাজিত দুই ইউপি সদস্যের কর্মী-সমর্থকদের মধ্যেও অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পরাজিত প্রার্থী ও নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে জীবন বিশ্বাস ও প্রমথ বিশ্বাস মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে জীবন বিশ্বাস বিজয়ী হন। এরই জেরে সকালে স্থানীয় বাজারে যাওয়ার সময় জীবনের সমর্থকরা পরাজিত প্রার্থীকে মারপিট করে। এতে দু’দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এ ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জের সদরে শিলই ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান পারভেজ মৃর্ধার নেতৃত্বে পরাজিত নৌকার প্রার্থী আবুল হাসেম লিটন ও তার ভাই সাবেক ইউপি সদস্য ইসমাইল বেপারির বাড়িতে হামলা চালায় পারভেজের সমর্থকরা। এ সময়ে বাড়ী-ঘড় ভাংচুর লুট করা হয় টাকা পয়সাসহ স্বর্নালংকার। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পর থেকে পুরো ইউনিয়নে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটিতে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী ও পরাজিত দুই ইউপি সদস্যের কর্মী-সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়ি-ঘর ভাংচুরসহ আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করেছেন। রাতেই নব-নির্বাচিত ইউপি সদস্য গোলাম রব্বানীসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের পরাজিত মেম্বার প্রার্থীর ৪শ’ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বিজয়ী প্রার্থী এই কাজ করেছেন বলে অভিযোগ করেছেন সাবেক মেম্বার শরিফ উদ্দিন। তিনি বলেন, নির্বাচনে জেতার পর প্রতিশোধ পরায়ন হয়ে তার এই ক্ষতি করেছেন নব-নির্বাচিত মেম্বার জাহাঙ্গীর হোসেন। গতকাল রাতে এ ঘটনা ঘটিয়েছেন তিনি।