মাগুরায় পাটের বাম্পার ফলন
- আপডেট সময় : ০৫:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মাগুরায় পাটের বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় বেশ খুশি চাষীরা। বিদেশে এবার পাটের ব্যাপক চাহিদা থাকায় বাজার দর ভালো। এই অবস্থা বহাল থাকলে পাটের সোনালী অতীত ফিরে আসবে বলে আশা করছে কৃষি বিভাগ ও উদ্যোক্তারা।
অনুকূল আবহাওয়া থাকায় মাগুরায় এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি ১২ থেকে ১৫ মণ পাট পেয়েছে কৃষক। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পচনেও সমস্যা হয়নি। রং উজ্জল হওয়ায় ভালো দামও পাওয়া যাচ্ছে। স্থানীয় বাজারে প্রতিমণ পাট দু’হাজার দু’শ টাকা থেকে দু’হাজার সাত’শ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, বিঘা প্রতি মিলছে প্রায় ১০হাজার টাকার পাটকাঠি।
ব্যবসায়ীরা জানান, স্থানীয় পাটকলের পাশাপাশি ভারতসহ বিভিন্ন দেশে এবার বাংলাদেশের পাটের বেশ চাহিদা রয়েছে। জেলায় এ বছর ৩৪ হাজার ৮০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষমাত্রা ছিল। সেখানে প্রায় দেড় হাজার হেক্টর বেশি জমি চাষ করা হয়েছে।
সোনালী আঁশ, পুরাতন ঐতিহ্য ফিরে পাবে বলে আশা করছে, সংশ্লিষ্টরা।