মাঘের শেষ সপ্তাহে এসে দেশের বেশ কয়েক জেলায় বৃষ্টি হচ্ছে
- আপডেট সময় : ০২:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ২০৪৬ বার পড়া হয়েছে
মাঘের শেষ সপ্তাহে এসে দেশের বেশ কয়েক জেলায় বৃষ্টি হচ্ছে। ঢাকাসহ দেশের তিন বিভাগে আকাশে মেঘ ছেয়ে আছে। এসব অঞ্চলেও বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। ফলে বেড়েছে শীতের প্রকোপ। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সেইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে।পরবর্তী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এদিকে, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলাসমূহ ও সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
মেহেরপুরে ভোর থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। চরম দূর্ভোগে সাধারণ মানুষ। বৃষ্টির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে পারছেন না অনেকেই। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি আগামীকাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে।
সপ্তাহ পার হতে না হতে মাঘের শেষে আবারো বৃষ্টি হচ্ছে চুয়াডাঙ্গায়। সাথে হিমেল হাওয়ার কারণে শীত জেঁকে বসেছে। নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ পড়েছে দুর্ভোগে।
উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। বৃহস্পতিবার ভোর থেকে ঘন কুয়াশা আর তীব্র শীতে কাঁপছে গোটা জেলা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহওয়া অফিস। শীতে পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।