মাছের প্রাকৃতিক প্রজননে তিন মাসের নিষেধাজ্ঞার পর খুললো সুন্দরবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আজ থেকে পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন।
৩ মাস পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সুন্দরবনের সব স্পটে ঘুরতে পারবেন আগ্রহীরা। একইসঙ্গে জেলেরা মাছ ধরতে পারবে সুন্দরবনের নদী ও খালে। জেলেরা ছাড়াও এই সুবিধা পাবেন ভ্রমণপিপাসু পর্যটকরা। ভ্রমণের অনুমতি মেলায় বনের ওপর নির্ভরশীল জেলে, ট্যুর অপারেটর, লঞ্চ ও বোট মালিক-চালকরা সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছেন। পর্যটকরা ইতিমধ্যে বুকিং দেয়া শুরু করেছেন। মাছের প্রাকৃতিক প্রজনন অব্যাহত রাখতে প্রতিবছর জুন থেকে আগস্ট ৩ মাস সুন্দরবনের নদী-খালে মাছ ধরা বন্ধ থাকে।