মাটির ১২শ’ ফুট উঁচু থেকে গোটা নিউইয়র্ক শহরকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা
- আপডেট সময় : ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
মাটির ১২শ’ ফুট উঁচু থেকে গোটা নিউইয়র্ক শহরকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। শহরের সবচেয়ে বড় আউটডোর অবজার্ভেশন ডেক হাডসন ইয়ার্ডসে একশ’ তলার উপরে তৈরি হচ্ছে কাঁচের মেঝে আর দেয়ালের বিশেষ ছাদ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়েস্টার্ন হ্যাম্পশায়ারে তৈরির শেষ প্রান্তে বিশেষ গ্লাস ফ্লোর। এর মাধ্যমে মাটির ১২শ’ ফুট উপর থেকে শহরের স্কাইলাইনকে দেখার সুযোগ পাবেন দর্শণার্থীরা।
দর্শনার্থীদের দৃষ্টি কাড়বে কাঁচ দিয়ে তৈরি ফ্লর আর দেওয়াল। এই দুইয়ের স্বচ্ছতার ওপার দৃশ্যমান হবে নিউইয়র্ক শহর। হাডসন ইয়ার্ডস এক্সপিরিয়েন্সেস’-এর প্রধান জেসন হর্কিনের দাবি, এখান থেকে তাকালে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে দর্শকদের। ১০০ তলার উপরের ওই স্থানে থাকবে শ্যাম্পেনের পানশালাও। সেখানে পানীয়র পাশাপাশি মিলবে খাবারও। ৭ লাখ ৬৫ হাজার পাউন্ডে নির্মিত বিশেষ এই ছাদটি ২০২০ সালের ১১ মার্চ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।