মাত্র ১৫ দিনেই এক লাখ বেড়ে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে
- আপডেট সময় : ০২:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
মাত্র ১৫ দিনেই এক লাখ বেড়ে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে; আর এই দুই লাখ মৃত্যুর অর্ধেকের বেশি ইউরোপের এবং এক-চতুর্থাংশেরও বেশি যুক্তরাষ্ট্রের।
চীনে প্রাদুর্ভাবের ৯০ দিন পর ১০ এপ্রিল কোভিড-১৯ মহামারীতে বিশ্বে মৃতের সংখ্যা লক্ষ ছুঁয়েছিল। তার আটদিন পর আরো ৫০ হাজার মানুষের মৃত্যু এই সংখ্যাকে দেড় লাখ ছাড়িয়ে নিয়ে যায়। তার পরের ৫০ হাজারের মৃত্যু ঘটেছে সাত দিনে। জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২ হাজার ৮৩২ জন। এই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৯৬ হাজার ৬৩৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ১৬ হাজার ৫৩৭ জন। মৃত্যুর মতো আক্রান্তের সংখ্যায়ও বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র; মোট কোভিড-১৯ রোগীর এক-তৃতীয়াংশই ওই দেশটির নাগরিক। বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে ৯ লাখ; আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার। দেশটিতে আক্রান্তদের মধ্যে ৫ দশমিক ৭ শতাংশেরই মৃত্যু ঘটেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপর্যয়কর অবস্থা নিউ ইয়র্কে; শুধু এই শহরেই মৃতের সংখ্যা ১৬ হাজারের বেশি।