মাদক নির্মূলে সকলের সমান দায়বদ্ধতা আছে – আইজিপি

- আপডেট সময় : ০৫:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনেরও সমান দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সকালে পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের স্থাপনা উদ্বোধনকালে তিনি একথা বলেন। আইজিপি জানান, ১৯৭৫ সালে পুলিশ সপ্তাহে রাজারবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন– পুলিশ হবে জনতার। বঙ্গবন্ধুর সেই কথাকে স্মরণে রেখেই মুজিববর্ষে পুলিশের অঙ্গীকার- ভীতি দূর করে জনগণের পাশে থেকে তাদের সেবা করা। এসময় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান ও পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।