মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে রংপুরের হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে রংপুরের হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নিহত হয়েছেন। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ জানায়, শুক্রবার রাতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে নগরীর বাহার কাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে এক’শ ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় আসামি পলাশ, ছুরিকাঘাত করলে এএসআই পিয়ারুল গুরুতর আহত হন। পরে, আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।