মাদক মামলায় ফের দুই দিনের রিমান্ডে চিত্রনায়িকা পরীমণি
- আপডেট সময় : ০৭:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় ঢাকাই ফিল্মের আলোচিত নায়িকা পরীমণির ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ছাড়া তার সহযোগী আশরাফুল আলম দীপুকে ২ দিন এবং মাদক ও পর্নোগ্রাফি মামলায় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজকে ৬দিনের রিমান্ড দেয়া হয়েছে। একইসঙ্গে রাজের সহযোগী সবুজ আলীরও ৬দিনের রিমান্ড মঞ্জুর হয়। মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড আদেশ দেন। এদিকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসারও মাদক মামলায় আরো ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে চারদিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে তাকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়। বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে পরীমণি বলেন, তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে।
শুনানী থেকে বের হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু সাংবাদিকদের বলেন, পরীমণির বিরুদ্ধে মাদকের মামলায় পাঁচদিনের রিমান্ড চাইলে দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার বাসা থেকে ১৮ লিটার মদ, এলএসডি আইসের মতো মাদক উদ্ধার করা হয়েছে। তার উৎস জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও জানান তিনি।
আদালতে পরীমণির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মজিবুর রহমান। এসময় তিনি বলেন, যারা মাদক সেবন করেন তাদের শাস্তি দেওয়ার জন্য এ আইন না। তাই অসুস্থ্য পরীমপনিকে রিমান্ডে নেয়র কোন কারণ নেই।
এসময় এই আইনজীবী অভিযোগ করেন, পরীমণি যে পোশাকে ঘর থেকে বের হয়েছিল, ১২২ ঘণ্টা তাকে একই কাপড়ে রাখা হয়েছে।
এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পরীমনি ইচ্ছা করেই একই পোষাক পরে আদালতে এসেছে।
এর আগে পরীমনির শতবছর বয়সী নানা সিরাজুল হক গাজী, বলেন, পরীমনির নির্দোষ। তার বাসয় এসব মাদক ছিলন।
এর আগে, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে রেব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।