মাদারীপুর, দিনাজপুর ও ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
- আপডেট সময় : ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মাদারীপুর, দিনাজপুর ও ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৬ জন নিহত হয়েছে।
মাদারীপুর জেলার শিবচরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, ওষুধ কিনে নাওডোবা এলাকার জমাদ্দার বাস স্ট্যান্ড থেকে মিঠুর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল নুপুর। পথে বিপরীতমুখী একটি মাইক্রোবাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় নুপুরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে পথে তারও মৃত্যু হয়।
দিনাজপুরের বিরলে ‘রোড রোলারের’ চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। কছিমউদ্দীন ও তার স্ত্রী ছমেনা বেগম তাদের নাতির মোটরসাইকেলে আত্মীয়ের বাড়ি থেকে পীরগঞ্জের বাড়ি ফিরছিলেন। নোনাগ্রাম এলাকায় সড়ক সংস্কারের সময় একটি চলন্ত রোলারের নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।
ঢাকার ধামরাইয়ে কাভার্ড ভ্যান ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছে। সকালে ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় পৌছুলে পিকআপের সামনে থাকা ঢাকাগামী জননী পরিবহনের একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এসময় পিছনে থাকা জননী পরিবহনের আরেকটি কাভার্ড ভ্যান পিকআপটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সবজি ব্যবসায়ী হেলাল নিহত হন। গুরুতর আহত পিকআপ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।