মাদারীপুরে কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে ইনস্টিটিউট অব হেলফ টেনকোলোজি’র বহুতল ভবন
- আপডেট সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মাদারীপুরে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ইনস্টিটিউট অব হেলফ টেনকোলোজি’র বহুতল ভবন। আছে দামি দামি আসবাবপত্র ও সরঞ্জাম। কিন্তু জনবল সংকটে স্বাস্থ্যমন্ত্রীর উদ্বোধনের আড়াই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি কার্যক্রম। ফলে সেবা বঞ্চিত জেলাবাসী। এদিকে ভবনের দায়িত্বে থাকা তিনজনের কেউই আসেন না অফিসে। ফলে মাদকসেবী আর বখাটেদের আড্ডায় পরিণত হয়েছে ব্যয়বহুল এই ভবন।
৩২ কোটি ৮২ লাখ ব্যয়ে মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দারবালী মৌজায় ৮ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ইনস্টিটিউট অব হেলফ টেনকোলোজি’র এই ভবন উদ্বোধন করেন। তারপর আড়াই বছর কেটে গেছে। কিন্তু শুরু হয়নি কার্যক্রম। অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে প্রতিষ্ঠানটির দামি দামি আসবাবপত্র ও মূল্যবান যন্ত্রপাতি। লোকজনের সমাগম না থাকায় ভবনের ভেতরে বাড়ছে মাদকসেবি আর বখাটেদের আড্ডা।
ভবনটি চালু হলে ৪ বছর মেয়াদী কোর্সে প্যাথলোজিস্ট, মেডিকেল ল্যাব নেকটিশিয়ান, ডেন্টাল, ফিজিওথেরাপী, স্বাস্থ্য পরিদর্শকসহ বিভিন্ন শাখায় প্রতিবছর সাড়ে তিনশ’ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এতে কর্মসংস্থান বাড়বে বলে মতামত, বিশেষজ্ঞদের।
আগামী জানুয়ারিতে ক্লাস চালুর লক্ষ্যে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিনজনকে নিয়োগ দেয়া হলেও অফিস করেন না কেউ। জনবল সংকটের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন তারা।
প্রতিষ্ঠানটিতে একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল, অধ্যক্ষের বাসভবন, গাড়ি পার্কিংসহ একাধিক স্থাপনা রয়েছে। তবে ভবনে থাকেন না কেউ।