মাদারীপুরে জমে উঠেছে বাণিজ্য মেলা
- আপডেট সময় : ০৬:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
মাদারীপুরে জমে উঠেছে বাণিজ্য মেলা। প্রতিদিনই মেলায় আসছেন শত শত দর্শনার্থী। কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। কেনাবেচা বাড়ায় বিক্রেতাদের মুখে আনন্দের হাসি। স্বাস্থ্যবিধি নিশ্চিত ও দর্শনার্থীদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ।
মাদারীপুর জেলার পুলিশ লাইনস মাঠে গত ৫ জানুয়ারি শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। এটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান। করোনাকালে দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর একটু বিনোদনের আশায় মেলায় আসছেন শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।
জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত মেলায় স্টল রয়েছে ৫০টি। বিভিন্ন জেলার দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন মেলায়। এখানে পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয়সহ হরেক রকমের পণ্য। কেনাবেচায় খুশি ক্রেতা-বিক্রেতারা।
পুলিশ সুপার জানান, স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে। ২০ জানুয়ারি শেষ হওয়ার কথা। তবে, আরো ১৫ দিন বাড়ানোর কথা ভাবছে পুলিশ।