মাদারীপুরে ব্যস্ততম সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ
- আপডেট সময় : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ২৫৮৯ বার পড়া হয়েছে
যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন্টায় যানবাহনের সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার। কিন্তু পরিবহন চালকদের একে অপরের প্রতিযোগিতায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে ছুটে চলে গাড়ি। এতে ব্যস্ততম সড়কে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। হাইওয়ে পুলিশ বলছে, আধুনিক সড়ক হওয়ায় বেড়েছে যানবাহনের চাপ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা।
এভাবেই মাদারীপুরের শিবচরের হাইওয়ে থানার সামনে পড়ে আছে তছনছ হওয়া যানবাহন। এই যানবাহনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনেকেই। রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়কে সব ধরনের যানবাহনের জন্য সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয় ঘন্টায় ৮০ কিলোমিটার। অথচ এই আইনকে অমান্য করে ১২০-১৪০ কিলোমিটার বেগে চলছে অধিকাংশ গাড়ি।
যাত্রীদের অভিযোগ, পরিবহন চালকদের প্রতিযোগিতার কারণে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। অবশ্য, চালকরা বলছেন, যাত্রীদের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দিতেই দ্রুতগতিতে চালাচ্ছেন যানবাহন। সচেতনার অভাবে মহাসড়কে দুর্ঘটনা কমছে না উল্লেখ করে, নিয়ন্ত্রনে বিভিন্ন কার্যক্রমের কথা জানায় হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের তথ্য মতে, শরিয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের মালিগ্রাম পর্যন্ত শিবচর হাইওয়ে থানার অধীনে গত দেড় বছরে ৩৭টি দুর্ঘটনায় মারা গেছে ৬২ জন। ১৭টি মামলায় ৫ জনকে গ্রেফতার ও জব্দ করা হয় ৪৮টি যানবাহন।