মাদারীপুরের কাঁঠালবাড়িতে ফেরিতে ওঠা নিয়ে সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
মাদারীপুরের কাঁঠালবাড়িতে ফেরিতে ওঠা নিয়ে ট্রাক শ্রমিক ও বিআইডব্লিউটিসির স্টাফদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। এ সময় ট্রাক শ্রমিকদের লাঞ্চিত করা হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে শিবচরের কাঁঠালবাড়ি ৩ নং ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক মনির হোসেন জানান, কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবার জন্য কিশোরী নামের ফেরিতে ৩নং ফেরিঘাটে যানবাহন লোড করা হচ্ছে। এ সময় ফেরিতে পণ্যবাহী ট্রাক উঠতে বাঁধা দেয় ওই ফেরির কোয়াটার মাস্টার জাকির খান। এর কারণ জানতে চাইলে লোহার রড দিয়ে ফিরোজ আলম নামে এক ট্রাক শ্রমিক আঘাত করেন জাকির। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘাটে থাকা অন্য শ্রমিকরা বিআইডব্লিউটিসির স্টাফদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কিশোরী ফেরি কোয়াটার মাস্টার জাকির খান ও ৫ ট্রাক শ্রমিক আহত হয়।