মাদারীপুরের বাংলাবাজার ঘাটে স্পীডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২৬
- আপডেট সময় : ০৫:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে বালু বোঝাই বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ বেশ কয়েকজন। দুর্ঘটনার তদন্তে ৬ সদস্যের কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে প্রশাসন। নিহতদের পরিবারকে ২০হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।
সোমবার সকালে মাদারীপুর জেলার শিবচরের শিমুলিয়া ঘাট থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। স্পিডবোটটি কাঁঠালবাড়ী পুরাতন ফেরিঘাটের কাছে এলে একটি বাল্কহেডের পেছনে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মারা গেছে ২৬ জন। এমন দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বইছে।
লকডাউনে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে, কিছু অসাধু স্পিডবোট চালক অবৈধভাবে যাত্রী পারাপার করে বলে জানায়, পুলিশ।
এ ঘটনায় গঠিত ছ’সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
কাঁঠালবাড়ী নৌ পুলিশ জানায়, ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, তিন শিশু ও এক নারীসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বোটের যাত্রী সংখ্যা নিশ্চিত করতে পারেনি কেউ। তবে, দুর্ঘটনার পর চালকসহ সংশ্লিষ্টদের পাওয়া যায়নি।