মাদারীপুরের রাজৈরে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে আলাদা দু’টি সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ২ জন নিহত হয়েছে।
রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নির্মল মন্ডল ও কার্তিক বাইনদের সাথে পূর্ব শক্রতার জের ধরে মঙ্গলবার রাত ১১ টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নির্মল মন্ডলসহ ৬ জন আহত হয়। গুরুতর আহতাবস্থায় নির্মল মন্ডলকে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে রাজৈরের উল্লাবাড়ি গ্রামে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের হামলায় প্রমীলা রানী রায় নামে এক মহিলার মৃত্যু হয়।