মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার রায় আগামীকাল
- আপডেট সময় : ০৩:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
দেশের নৃশংসতম ও আলোচিত- ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার রায় আগামীকাল। মামলার রায় দেয়া হবে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে। রায়ে আসামীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন পরিবারসহ স্থানীয়রা।
ফেনীর নুসরাত জাহান রাফি। নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নৃশংসভাবে কেরোসিনের আগুনে ঝলসানো একটি নিথর দেহ। সোনাগাজীর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতের হত্যাকাণ্ড সারাদেশের মানুষকে কাঁদিয়ে প্রতিবাদী করে তুলেছে।
চলতি বছরের ৬ এপ্রিল নিজ মাদ্রাসাতেই নুসরাতের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে টানা ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১০ এপ্রিল ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করে নুসরাত। এমন হৃদয় বিদারক ঘটনায় টনক নড়ে প্রশাসনেও। হত্যাকাণ্ডে জড়িতরা পালিয়ে গেলেও খুঁজে খুঁজে গ্রেফতার করা হয় দেশের বিভ্ন্নি এলাকা থেকে। ঘটনার মূলহোতা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর মাকসুদসহ গ্রেফতার ১২ আসামী আদালতে স্বীকারোক্তি দেয়।
মর্মান্তিক এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় নুসরাতের শিক্ষকসহ স্থানীয়রা। প্রশাসন– নুসরাত হত্যাকাণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে নেয়ায় মাত্র ৬১ কার্যদিবসেই শেষ হয়েছে মামলার কাজ। এখন রায়ে হত্যাকারীদের সর্বোচ্চ সাজা আশা করছে নুসরাতের পরিবার। এদিকে মামলার মোট ৯২ জন সাক্ষীর মধ্যে ৮৭ জনই এটিকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত করেনি বলে দাবী আসামী পক্ষের আইনজীবীর।
তবে বাদী পক্ষের আইনজীবী জানিয়েছেন, জড়িতরা এরই মধ্যে হত্যার বিষয়টি স্বীকার করেছে এবং অন্যদের নামও বলেছে। তাই রায়ে সুবিচার নিশ্চিত হবে বলে মনে করেন তিনি। শ্লীলতাহানির চেষ্টায় ব্যর্থ হয়ে ছাত্রীর গায়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে ন্যায়বিচারের আশায় তাকিয়ে আছে গোটা দেশ।