মাদ্রিদ ডার্বিতে রাতে মাঠে নামবে রিয়াল ও অ্যাটলেটিকো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে রাতে মাঠে নামবে, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ওন্ডা মেট্রোপলিটনে ম্যচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
মাঠের খেলায় দারুন ছন্দে লস ব্লাংকোসরা। লিগ শিরোপা নিশ্চিত হয়ছে আগেই। তাই লিগের বাকি ম্যাচগুলো শুধুই নিয়ম রক্ষার রিয়াল মাদ্রিদের জন্য। ২৮ মে লিভারপুলের বিপক্ষে চ্যম্পিয়ন্স লিগের ফাইনাল রিয়ালের মূল লক্ষ্য। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াইটা শীর্ষ চারে টিকে থাকার। ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে দিয়োগো সিমিওনির দল। আর এক ম্যাচ বেশি খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পাচে রিয়েল বেটিস। তাই এ ম্যাচ জিতে শীর্ষ চারে নিজেদের অবস্থান পাকা করতে চায় অ্যাটলেটিকো বস দিয়োগি সিমিওনি। ইনজুরির কারনে এ ম্যাচে দেখা যাবে না দুই অ্যাটলেটিকো তারকা জাও ফেলিক্স ও থমাস লেমারকে।