মানবজাতির জন্য করোনার চেয়েও বড় হুমকি জলবায়ু পরিবর্তন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
মানবজাতির জন্য করোনার চেয়েও বড় হুমকি জলবায়ু পরিবর্তন বলে মনে করেন মাইক্রোসফট এর সহপ্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার বিল গেটস।
সম্প্রতি নিজের নতুন বই ‘হাউ টু অ্যাভোয়েড আ ক্লাইমেট ডিজ্যাসটার’ প্রসঙ্গে একথা বলেন বিল গেটস। মাইক্রোসফট এর সহপ্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার বিল গেটস মনে করেন, জলবায়ু সংকট সমাধানের চেয়ে করোনা মহামারী মোকাবিলা অনেক বেশি সহজ। জলবায়ু সংকট মোকাবিলা করতে পারলে তা-ই হবে সবচেয়ে চমকপ্রদ কাজ। বিল গেটস বলেন, জলবায়ু সচেতনতা বাড়াতে আমাদের দুইটি সংখ্যা সবসময় মনে রাখতে হবে। তা হল ৫ হাজার ১শ কোটি এবং শূন্য। প্রতি বছর পরিবেশে ৫ হাজার ১শ কোটি টন গ্রিনহাউজ গ্যাস নির্গত হয়। আর আমাদের লক্ষ্য হতে হবে শূণ্য। অর্থাৎ কার্বন নিঃসরণ কমিয়ে শূণ্যে আনতে হবে।