মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ৩ আসামীর যাবজ্জীবন সাজা
- আপডেট সময় : ০২:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের খলিলুর রহমানসহ ৩ আসামীকে যাবজ্জীবন সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অপর ৫ আসামীর ২০ বছরের কারাদণ্ড এবং ১ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। ।। তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলার আরেক আসামীকে
আদালত জানায়, ২২২ পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়বেন ৩ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ। আসামীদের বিরুদ্ধে হত্যা নির্যাতনসহ সুনির্দিষ্ট ৪ অভিযোগে চলা এই বিচার শেষ হয় গত বছরের ২৬ জানুয়ারি। শুনানিতে আসামীদের সর্বোচ্চ সাজার আবেদন করে রাষ্ট্রপক্ষ। রায় ঘোষণার দিনে আজ ট্রাইব্যুনালে হাজির হয় এই মামলার পলাতক থাকা আসামী- আলিম উদ্দিন খান।এই আসামীর আত্মসমর্পণ এর বিষয় এখনো কোন সিদ্ধান্ত দেয়নি ট্রাইব্যুনাল। একাত্তরে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মত অপরাধের ৪টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আসামীদের বিরুদ্ধে। ২০১৮ সালের ৪ মার্চ এ মামলায় মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১৭ সালের ২০শে ফেব্রুয়ারি তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।বিচার চলা অবস্থায় দুইজনের মৃত্যু হলে এখন আসামী আছেন ৯ জন।