মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ৬ জনের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০২:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় ময়মনসিংহের ত্রিশালের ছয় আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।
মৃত্যুদন্ড পাওয়া আসামীরা হলেন, মোখলেসুর রহমান মুকুল, সাইদুল রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির এবং নাকিব হোসেন আদিল। আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ২৬ জানুয়ারি তদন্ত শুরু হয়। ওই বছরের ৩১ ডিসেম্বর দাখিল করা হয় তদন্ত প্রতিবেদন। ২০১৮ সালের ১২ জুলাই অভিযোগপত্র দাখিল এবং একই বছরের ২ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। আসামিদের বিরুদ্ধে হত্যা-ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে ৬টি অভিযোগ গঠন করা হয়। ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় ২০২০ সালের ৫ জানুয়ারি। সাক্ষ্য দেন ১৯ জন। বিচার শুরুতে এ মামলায় মোট ৯ জন আসামি ছিল। পরে কারাগারে তিন আসামি মারা যায়। বিচার শুরুর পর থেকেই বাকি ছয় আসামি পলাতক। তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।