মানবদেহে প্রথমবার বসল জিন বদলে নেওয়া শূকরের হৃৎপিণ্ড
- আপডেট সময় : ০৭:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
মানবদেহে প্রথমবার বসল জিন বদলে নেওয়া শূকরের হৃৎপিণ্ড
বিশ্বে প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের এক নাগরিকের দেহে প্রতিস্থাপন করা হয়েছে জিন বদলে নেওয়া শুকরের হৃদযন্ত্র। বাল্টিমোরের ইউনিভার্সিট অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে দীর্ঘ সাত ঘণ্টার অস্ত্রোপচার করে ৫৭ বছর বয়সী ডেভিড বেনেটের দেহে পরীক্ষামূলকভাবে হৃৎপিণ্ডটি বসানো হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর থেকে ভালোই আছেন তিনি। গতকাল থেকে নিজেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন বেনেটে। তবে প্রতিস্থাপন করা হৃৎপিণ্ড নিয়ে কতদিন সুস্থ থাকা যাবে সে বিষয়ে নিশ্চিত ভাবে কোন ধারণা দিতে পারেননি চিকিৎসকরা। অক্টোবরে প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে মানুষের শরীরে শুকরের কিডনি প্রতিস্থাপনে সফলতা পাওয়ার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। গত কয়েক দশক ধরে গবেষকরা পশুদেহ থেকে মানবদেহে অঙ্গ প্রতিস্থাপনের সম্ভাবনা নিয়ে কাজ করছিলেন। জিন রূপান্তরিত ওই শূকরের হৃদযন্ত্রের পাশাপাশি অন্যান্য অঙ্গও মানুষের দেহে প্রতিস্থাপন করা সম্ভব বলে জানান তারা।