মানববন্ধন থেকে বিএনপির পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হবে : হারুন
- আপডেট সময় : ০৮:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ১৯২৫ বার পড়া হয়েছে
১০ ডিসেম্বর অনুমতিহীন মানববন্ধন থেকে বিএনপির পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হবে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। অন্যদিকে নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন দলের প্রার্থীরা যারা নিরাপত্তাহীনতায় ও সাইবার বুলিংয়ের শিকার, তাদেরকে স্ব স্ব জেলার পুলিশ সুপারের কাছ থেকে নিরাপত্তা নেয়ার পরামর্শ দেন তিনি। দুপুরে রাজধানীর মিন্টোরোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান হারুণ অর রশীদ।
আগামী ১০ ডিসেম্বর আন্তজার্তিক মানবাধিকার দিবস পালনের জন্য ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি সফল করতে দলের নেতা কর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন দলের নেতারা। তবে গোয়েন্দা পুলিশ বলছে, আসন্ন নির্বাচন ভন্ডুল করতে নাশকতার পরিকল্পনা নিয়েছে বিএনপি। ১০ ডিসেম্বর অনুমতিহীন মানববন্ধন থেকে বিএনপির ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হবে। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রতিদিনই নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা নিরাপত্তা ও সাইবার বুলিংয়ের নানা অভিযোগ নিয়ে আসছেন। এব্যাপারে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, প্রার্থীদের নিজ নিজ জেলার পুলিশ সুপারের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রার্থীদের মুঠোফোনে যারা প্রাণনাশের হুমকি দিচ্ছেন, তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হবে বলেও জানান হারুন অর রশীদ।