মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ অসত্য ও ভিত্তিহীন : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশের নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মানবাধিকার সংগঠনের নামে দেশ ও সরকার বিরোধী এসব তৎপরতা পরিকল্পিত কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা হবে। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে রোববার সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমে ব্রিফিং করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো গ্রেপ্তার এবং সন্দেহভাজনদের উপর নির্যাতন ও নিষ্ঠুর আচরণ করছে, জাতিসংঘে দেয়া মানবাধিকার সংগঠনগুলোর এমন বিবৃতির জবাব দেন তিনি।
এধরনের বিবৃতি অপ্রত্যাশিত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো বিচ্ছিন্ন ঘটনায় নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে ঢালাও অভিযোগ উদ্দেশ্যমূলক।
এদিকে, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তথ্য প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে গণমাধ্যমকর্মীদের ভুমিকা নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে সাতজন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।