মানবিক কাজের মাধ্যমে পুলিশ নতুন অধ্যায়ের সূচনা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনাকালে পুলিশ কর্মক্ষেত্রের বাইরে গিয়ে মানবিক কাজের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ সরকার অনুমোদিত করোনা ইনসিগনিয়া উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, জীবনের তোয়াক্কা না করেনি। সরকারের পক্ষ থেকে আশানুরূপ কিছু দেয়া হয়নি। কিন্তু পুলিশ কর্তব্য পালনে কোনো ঢিলেমি করেনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণ যখন শুরু হয়, তখন এ নিয়ে কী করা হবে, বা চিকিৎসা ব্যবস্থা কী হবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধারণা ছিল না। এর প্রেক্ষিতে মহাকাব্যের যুদ্ধে লিপ্ত হয় পুলিশ বাহিনী। সেই যুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ আজকের এই ইনসিগনিয়া পাওয়া।