মানস্মত শিক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রত্যাশিত সফলতা আসেনি: সিপিডি

- আপডেট সময় : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা -এসডিজি বাস্তবায়নে বেশ কিছু ক্ষেত্রে দেশে সন্তোষজনক অগ্রগতি হলেও মানস্মত শিক্ষা অর্জন ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রত্যাশিত সফলতা আসেনি। সেই সঙ্গে এসডিজিতে বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের অংশগ্রহণের ভূমিকার স্বীকৃতিও খুব একটা মেলেনি। এসডিজি বাস্তবায়ন নিয়ে সিপিডির অনুষ্ঠানে এমন মত উঠে আসে। অনুষ্ঠানে দেশের অভ্যন্তরীণ সম্পদের সঠিক ব্যবহার নিয়েও অসন্তোষ জানান বক্তারা।
২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের অভিপ্রায়ে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির মূল অঙ্গীকার হলো- প্রান্তিক সুবিধাবঞ্চিত ও বৈষম্যের শিকার জনগোষ্ঠীকে উন্নয়নের অংশীদার করা। সুষ্ঠুভাবে এসডিজি বাস্তবায়ন করতে সরকারের পাশাপাশি ব্যক্তিখাত ও নাগরিক সমাজের বিভিন্ন অংশীদারদের অবদান নিশ্চিত করাও এসডিজির অন্যতম বড় চ্যালেঞ্জ। রাজধানীর একটি হোটেলে সিপিডির অনুষ্ঠানে বক্তারা জানান, এসডিজি বাস্তবায়নের ৮০ শতাংশ ব্যয় হবে দেশীয় সম্পদ থেকে। তবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যক্তিখাত ও বেসরকারি খাতের অবদানের স্বীকৃতি অনেক সময় উপেক্ষিত থাকে বলে মত দেন বক্তারা। সেই সঙ্গে এসডিজি বাস্তবায়নে তারা জোর দেন নাগরিক সমাজের ভূমিকার উপরও।
এসডিজি বাস্তবায়নে জনপ্রতিনিধিদেরও জবাবদিহিতার আওতায় আনার উপর জোর দেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। আর মানস্মত শিক্ষা নিয়েও ক্ষোভ জানান কেউ কেউ। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক ঝুঁকি মোকাবেলা ও জলবায়ু স্থিতিশীল উৎপাদন ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের উদ্যোগী ভূমিকার উপরও জোর দেন সিপিডির অনুষ্ঠানের বক্তারা।