মানি লণ্ডারিং মামলায় বহিষ্কৃত আ’লীগ নেতা এনু-রূপনসহ ১১ জনের ৭ বছর করে জেল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এমানুল হক এনু ও রুপন ভূঁইয়াসহ ১১ জনকে জনকে অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের ৪ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। রায়ে আদালত বলে, মানি লন্ডারিং এখনকার দিনে গুরুতর অপরাধ। এর ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে৷
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন তাদের ৪ কোটি টাকা অর্থ দণ্ডেরও আদেশ দেন। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার পুরান ঢাকার বানিয়ানগরসহ তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় রেব। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানায় তাদের নামে ছয়টি মামলা হয়। গত ১৩ জানুয়ারি কেরানিগঞ্জের একটি ভবন থেকে এক সহযোগীসহ গ্রেফতার হন এনু-রুপন।