মানিকগঞ্জ ও সিংগাইরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুই জন নিহত হয়েছেন

- আপডেট সময় : ১০:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ ও সিংগাইরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন।
ঢাকা-আরিচা মহাসড়কের সিংগাইর শায়েস্তা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় পাটুরিয়াগামী একটি পণ্যবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। আহত হন বাসের ১০ যাত্রী। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে সকালে সিংগাইরের শায়েস্তা ইউনিয়নের তালতলা এলাকায় মালবাহী পিকআপ খাদে পড়ে হৃদয় নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী- নৌবাহিনী সদস্য রুবেল ইসলামের মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার গাজিরবিল এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নাটোর ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক জাহিদ হোসেন জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী রুবেল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।