মানিকগঞ্জে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের ঘিওরে আব্দুল কুদ্দুস নামে এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার দায়ে মোহাম্মদ শাহীন নামের আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
সকাল ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, কুদ্দুসকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে শাহীন। হত্যার বিষয়টি স্বীকারও করেছে শাহিন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত আনসার সদস্য আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকড়ায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করছিলেন। সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আলামত সংগ্রহ করা হয়। এসময় মোহাম্মদ শাহিনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে। শাহিন ও কুদ্দুসের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো।