মানিকগঞ্জে চার শতাধিক চাষী মৌমাছি দিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন
- আপডেট সময় : ০১:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে চার শতাধিক চাষী মৌমাছি দিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে, ছয় হাজার বক্স নিয়ে বিভিন্ন সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করছেন। তবে মধুর দাম নিয়ে উদ্বিগ্ন চাষীরা।
মানিকগঞ্জে চলতি মৌসুমে ৩৬ হাজার ৫ শত ৫৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা চার শতাধিক চাষী মৌ মাছি দিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। এবার ৬ হাজার বক্স থেকে ৭৫ টন মধু সংগ্রহ হবে বলে ধারনা করছেন তারা। আর মধু সংগ্রহে কাজ করছে সহস্রাধিক শ্রমিক।
ব্যাপক মধু সংগ্রহ করলেও লোকসানের শঙ্কায় চাষীরা। প্রতি কেজি মধু খুচরা বাজারে তিনশ থেকে সাড়ে তিনশ টাকায় বিক্রি হলেও, বেসরকারী কোম্পানি মাত্র ৮০ থেকে ১০০ টাকায় মধু কিনছে। পাইকারী বাজারে মধুর কম দামে উদ্বিগ্ন মৌ চাষীরা। মধু বাজারজাত করতে নতুন কোম্পানীকে এগিয়ে আসতে উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হবে বলে জানায় কৃষি বিভাগ। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে যেন উপযুক্ত দামে বিক্রি করতে পারবে এমনটাই প্রত্যাশা করছেন মৌ চাষীরা।