মানিকগঞ্জে জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
ঋনের টাকা আত্মসাৎ করতে মানিকগঞ্জের দৌলতপুরে আব্দুর রহিম নামে এক দিন মজুরকে জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার ঘটনায় মূলহোতা ও ভাড়াটে খুনীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
রাজধানীর ধানমন্ডি পিবিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মানিকগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হেসেন। গ্রেফতারকৃতরা হলো বিল্লাহ হোসেন, সহোন ও আশিক। পিবিআই জানায়, গেলো ৭ জুন রাতে পাওনা টাকা পরিশোধ না করতে প্রতিবেশী আত্মীয় ও ভাড়াটে খুনি সহোনের সাথে ১০ হাজার টাকায় কন্টাক্ট করে বিল্লাল। সেদিন রাতে সুকৌশলে আব্দুর রহিমকে ডেকে জুসের সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞানের পর গলা চেপে মৃত্যু নিশ্চিত করে মরদেহ খালে ফেলে দেয়। পরে রহিম বাড়ী না ফেরায় স্বজনরা থানায় জিডি করেন। একদিন পর সুত্র ধরে নর্দমার পানি সেচে আলামত উদ্ধার করতে সক্ষম হয় পিবিআই। আশিকের সাথে রহিমের সুসম্পর্ক থাকায় তাকে জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য বেরিয়ে আসে বলে জানান পিবিআই। সহোনের নামে দুটি হত্যা মামলা রয়েছে বলে জানায়।