মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রী হত্যাকারীদের গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৭২৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রী বিলকিস আক্তার হত্যাকারীদের গ্রেফতার করেছে পুলিশ।
সকালে এক প্রেসব্রিফিং মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, তাদের কোর্টে সোপর্দ করা হবে। এসময় তিনি বলেন, আসামীরা গেল ১০ সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি বাসায় পুলিশ সদস্যের স্ত্রী বিলকিস আক্তারকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা ঐ বাসা থেকে নগদ টাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন লুট করে। পুলিশ ঘটনাস্থলে এসে হাত, পা, মুখ বাঁধা অবস্থায় মৃত নারীর মরদেহ উদ্ধার করে। গতকাল রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করে হত্যাকান্ডে জড়িত ৪ জনকেই গ্রেফতার করে।