মানিকগঞ্জে গনপিটুনিতে দুই ডাকাত নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে গনপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এসময় আরো দুই ডাকাতকে আটক করা হয়।
সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিলে ইউসুফ মেম্বারের বাড়িতে ডাকাতি হয়। পালানোর সময় উৎসুক জনতার হাতে আটক হয় আরো দুই ডাকাত। সদর থানায় ওসি জানান, গনপিটুনিতে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহে ছুরিকাঘাতে হুসাইন নামের যুবক নিহত হয়েছে। পুলিশ জানায়, গেল রাতে ৫ বন্ধু মিলে সদরের মান্দারবাড়িয়া স্কুল মাঠে ওয়াজ মাহফিল শুনতে যায় ওই যুবক। সেখানে জিহাদ নামে একজনের সাথে হুসাইনের বাকবিতন্ডা হয়। পরে, বাড়ি ফেরার পথে জিহাদসহ ১০/১৫ জন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হুসাইনের।