মানিকগঞ্জের শিবালয়ে মাইক্রোবাসের চাপায় এক শিশু নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের শিবালয়ে মাইক্রোবাসের চাপায় সেলিম মিয়া নামের এক শিশু নিহত হয়েছে। দুপুরে উপজেলার তেঘরী এলাকায় পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম ওই এলাকার লাভলু মিয়ার ছেলে। এ ঘটনার পর ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কবির জানান, পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে সকল ছোট গাড়ি বাইপাস রোড দিয়ে ফেরিতে ওঠে। দুপুরে ওই শিশু রাস্তা পারের সময় একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।