মানিলন্ডারিংয়ে দণ্ডিতদের মুখে অর্থ পাচারের অভিযোগ শোভা পায় না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
যারা মানিলন্ডারিং এবং গ্রেনেড হামলায় দণ্ডিত তাদের মুখে অর্থ পাচারের অভিযোগ শোভা পায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমানকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ রিজার্ভের একটি টাকাও অপচয় করেনি।
রিজার্ভের অর্থ ব্যয় করা হয়েছে জনগণের মঙ্গলের জন্য। যতই সমালোচনা হোক, মানুষের কল্যানই আওয়ামী লীগের লক্ষ এবং সেই লক্ষেই কাজ করে যাবে বলে জানান শেখ হাসিনা।
গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে শুরু হয় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠান। এই এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ইপিজেডকে সংযুক্ত করবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সাভার আশুলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হন মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।
প্রকল্পটির নির্মাণ ব্যয় ১৬ হাজার ৯০১ কোটি টাকা। যার ৬৫ শতাংশ চীনা ঋণ সহায়তা। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন শুধু বিশ্বস্ত বন্ধুই নয়, বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার।
আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতে ঋণ সহায়তার জন্য চীনের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলে কি সুফল পাওয়া যাবে–বক্তব্যে তাও তুলে ধরেন তিনি।
রিজার্ভ নিয়ে সারাদেশে বিএনপি অপ্রপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন সরকার প্রধান।
দেশের মানুষের মঙ্গলের জন্যই রিজার্ভের অর্থ ব্যয় করা হচ্ছে বলে জানান শেখ হাসিনা।
সবশেষ ২৪ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটির নির্মাণের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।