মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কাজ করে চলেছেন এমপি মো: জিল্লুল হাকিম
- আপডেট সময় : ০২:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দেশ স্বাধীনে রেখেছেন গুরুত্বপূর্ন অবদান। শত বাঁধা আর প্রতিকূলতা জয় করে স্বাধীন দেশেও কাজ করে চলেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে। বলছি রাজবাড়ী ২ আসনের তিন উপজেলা পাংশা, কালুখালী ও বালুয়াকান্দির এমপি মো: জিল্লুল হাকিমের কথা। ২০০৯ থেকে এখন পর্যন্ত এই এমপি তিন উপজেলায় ৮শ’ ৩৫ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করেছেন। এছাড়া বলিষ্ঠ রাজনীতি আর বিভিন্ন দূর্যোগে–উদারতার পরিচয় দিয়ে এলাকাবাসির হৃদয় জুড়ে এখন জিল্লুল হাকিম।
গেলো চার মাসে করোনায় নেতিবাচক প্রভাপ পড়েছে উন্নয়ন প্রকল্পে। মেগা থেকে ছোট কোন প্রকল্পই বাস্তবায়ন হয়নি ব্যাপকভাবে। তবে, উল্টো চিত্র রাজবাড়ী ২ আসনের তিন উপজেলা পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিতে। যদিও এ তিন উপজেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধারা অব্যাহত ছিলো ২০০৯ সাল থেকে।যার রূপকার চার বারের সংসদ সদস্যা মো: জিল্লুল হাকিম।
২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৪৭টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে তিন উপজেলা পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিতে। যার ব্যয় ৮শ ৩৫ কোটি ৭৭ লাখ টাকা। আলাদা করে বললে পাংশাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে ৩৭৯ কোটি ১৯ লাখ টাকার। ২১৭ কোটি ১১ লাখ টাকা ব্যয় হয়েছে কালুখালী উপজেলায়। এছাড়া সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, বিভিন্ন কমপ্লেক্স ও ভবন নির্মাণের আধুনিকায়নে বালিয়াকান্দিতে বাস্তবায়ন হয়েছে ২৩৯ কোটি ৪৭ লাখ টাকার প্রকল্পের। এছাড়া রূপ কথার জন্ম দিতে এ তিন উপজেলায় আরো বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের কাজ চালাচ্ছেন এমপি জিল্লুল হাকিম।