মানুষের আস্থা বিশ্বাস অর্জনের লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ
- আপডেট সময় : ০৩:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মানুষের আস্থা বিশ্বাস অর্জনের লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন সংগঠনটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। আর সেজন্য সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার বিকল্প নেই। আওয়ামী লীগের ২১তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনের সূচনা বক্তব্যে এ সব কথা বলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসে কাউন্সিল অধিবেশন।দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, সারাদেশ থেকে দলের সাড়ে সাত হাজার কাউন্সিলরের উপস্থিতিতে শুরু হয় এ অধিবেশন।
সূচনা বক্তব্যে শেখ হাসিনা বাঙালী মুক্তির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকার কথা তুলে ধরেন। বলেন, এ দলের নেতৃত্বে বাংলাদেশ অনেক উন্নতি করেছে, যা ধরে রাখতে হবে। আর তাই সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। জাতির জনকের স্বপ্ন পূরণই তার রাজনীতি, বলেন শেখ হাসিনা। জাতির পিতার আদর্শ মেনে, তার চর্চা করেই সংগঠনকে নতুনভাবে গড়ে তোলার নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, ত্যাগের মানসিকতা নিয়ে সংগঠনের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে কাজ করতে হবে। এরপর অধিবেশনে গত তিন বছরের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, এরই মধ্যে দেড়শো উপজেলা এবং ২৯টি জেলার মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন হয়েছে। বাকিগুলো জাতীয় সম্মেলনের পর হবে। বলেন, দলকে সরকারের মধ্যে গুলিয়ে ফেলা যাবে না।
এরপর ৮ বিভাগ থেকে ৮জন নেতা বক্তব্য রাখেন। পাশ হয় বাজেট।