মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করছে পানিসম্পদ মন্ত্রণালয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে নদী ভাঙ্গনকবলিত এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করছে পানিসম্পদ মন্ত্রণালয়। জানিয়েছেন, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
দুপুরে বরিশাল সার্কিট হাউজে সদর উপজেলার চড়বাড়িয়া লামছড়ি গুচ্ছগ্রাম প্রকল্পে নবনির্মিত ৬০টি ঘর ও জমির দলিল হস্তান্তর এবং ২০ জন সুবর্ন নাগরিকের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার।