মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন পেয়েছেন ইউনূস
- আপডেট সময় : ০৬:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন পেয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজার রায় চ্যালেঞ্জ করে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের করা আপিল পুণরায় শুনানির জন্য গ্রহণ করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আগামী ৩ মার্চের মধ্যে রায়ের সকল নথি জমা দিতেও বলেছে আদালত।
সকাল রাজধানীর কাকরাইলে অবস্থিত শ্রম আদালতে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অধিকার বঞ্চিত করার দায়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস হাজির হন। এ রায়ের বিরুদ্ধে খালাস চাওয়ার পাশাপাশি জামিন চান তিনি।
শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারপতি এম এ আউয়াল আপিল শুনানির জন্য গ্রহণ করার পাশাপাশি ডঃ মুহাম্মদ ইউনূসসহ দণ্ডিত চারজনকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেন।
এ মামলাকে মিথ্যা ও সাজানো বলে দাবি করে ড. ইউনূসের আইনজীবি বলেন, সরকারের ইন্ধনেই ভিত্তিহীন এ মামলা করা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস দাবি করেন, এ মামলা শ্রমিকরা নয়, সরকারই করছে। এ ধরনের মামলা তার কাজে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন এই নোবেল জয়ী।
তবে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা আইনানুয়ী হয়েছে, এতে সরকারের যোগসাজশ নেই দাবি এডভোকেট খুরশিদ আলম খানের।
এর আগে এক জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার কর্মকর্তাকে ছয় মাস করে কারাদণ্ড দেন শ্রম আদালত।