মামলার জট কমাতে বিচারকদের আরও পরিশ্রমের অনুরোধ প্রধান বিচারপতির
- আপডেট সময় : ০৭:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিপুল সংখ্যক মামলার জট কমাতে সর্বোচ্চ স্তরের বিচারকদের আরও পরিশ্রম করার অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, মামলাজট নিরসনে পর্যায়ক্রমে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন। বিদায়ী সংবর্ধনায় এ সব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাচ্ছেন আগামী ৩০ ডিসেম্বর।
প্রধান বিচারপতির এক নম্বর এজলাস কক্ষে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান বিচারপতি বলেন- আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে। গণমাধ্যমের কাছে এ সব কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল।
মামলাজট কমাতে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন বলেও জানান, প্রধান বিচারপতি।
এদিকে অবমূল্যায়নের অভিযোগ এনে প্রধান বিচারপতির সংবর্ধনা বর্জন করেছেন আইনজীবী সমিতির বিএনপিপন্থী অংশ। এসময় বিক্ষোভ করেন তারা । পরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বার এবং বেঞ্চের সম্পর্ক আরও জোরদারের দাবি জানান তারা।