মামুনুল হকের বিরুদ্ধে কথিত স্ত্রী ঝর্ণা বেগমের করা ধর্ষণ মামলার স্বাক্ষ্যগ্রহণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে কথিত স্ত্রী ঝর্ণা বেগমের করা ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জ আদালতে দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমানের আদালতে স্বাক্ষ্য দেন পুলিশ পরিদর্শক তবিদুর রহমান ও এএসআই রাকিবুল ইসলাম উজ্জল। এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে তাকে ফের কারাগারে নেয়া হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর রকিব উদ্দিন আহমেদ জানান, সোনারগাঁ থানায় ঝর্ণা বেগমের দায়ের করা ধর্ষণ মামলায় দুপুরে মামুনুল হককে আদালতে তোলা হয়। দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ পর্যন্ত ১৩ জনের স্বাক্ষ্য নেয়া হয়েছে। আরও ৩০ জনের স্বাক্ষ্য বাকী আছে।