মামুনুল হকের বিয়েকে বৈধতা দেয়ার চেষ্টাকারীরাও তার দুষ্কর্মের সহযোগী : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:১১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ফতোয়া দিয়ে হেফাজত নেতা মামুনুল হকের বিয়েকে বৈধতা দেয়ার চেষ্টাকারীরাও তার দুষ্কর্মের সহযোগী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে মিন্টু রোডের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে মামুনুল হকের কথিত স্ত্রীর দায়ের করা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এটা তাদের অভ্যন্তরীন বিষয়। তবে যারাই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশ-ভারতের গভীর সম্পর্ক অটুট রাখা এবং দু’দেশের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধানের পাশাপাশি ভারতের গণতন্ত্রের বিজয়ের প্রত্যাশার কথাও জানান তিনি।