মারধরের শিকার হয়েছেন সাভার মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
সাভারে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারী পরোয়াভুক্ত আসামী ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সাভার মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা। এসময় পুলিশের কাছ থেকে ওই আসামীকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
রাতে পৌর এলাকার নামা বাজার মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী শরিফ উদ্দিন ফকিরকে গ্রেপ্তার করতে যায় সাভার মডেল থানার এ এস আই অশোক কুমার দত্ত এবং এ এস আই সাইফুজ্জামান। এসময় শরিফ উদ্দিন ফকিরের সহযোগীরা পুলিশের হামলা করে। ছিনিয়ে নেয়ার চেষ্টা করে আসামীকে। পরে দুই পুলিশ কর্মকর্তা আহত অবস্থায় আসামীকে ধরে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ ছয়জনকে আসামী করে রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।