মারাত্মক দূষণের কবলে কর্ণফুলী নদী
- আপডেট সময় : ০৬:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
৮৯টি উৎসের কারণে মারাত্মক দূষণের কবলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কর্ণফুলী নদী। পরিবেশবাদী সংগঠন ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন…ইকোর গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। একইসঙ্গে এতে নদীর দু’পাশের বিপন্ন ৮১টিসহ ৫২৮ প্রজাতির উদ্ভিদ হুমকির মুখে বলেও গবেষণার তথ্য।
নগরের বর্জ্য নদীতে না ফেলা, তীরের কালো তেলের ব্যবসা বন্ধ, শুটকি পল্লীতে রাসায়নিকের ব্যবহারবন্ধ করাসহ ১০ দফা সুপারিশও করে বেসরকারী এই গবেষনাধর্মী প্রতিষ্ঠানটি। ১০ মাস ধরে গবেষণার পর সংগঠনটি বলছে, এখনই সংরক্ষণ করা না হলে অদুর ভবিষ্যতে এসব গাছ বিপন্ন হওয়ার আশংকা রয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন গবেষক দলের প্রধান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল। তিনি বলেন, কর্ণফূলীর দু’পারে পাওয়া ৫২৮ প্রজাতীর উদ্ভিদের মধ্যে ৩৫৫ টি প্রজাতিই ঔষধি উদ্ভিদ। তবে দখল ও দুষণে এসব উদ্ভিদের পাশাপাশি নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে বলেও তথ্য দিচ্ছে সংগঠনটি। বঙ্গোপসাগরের মোহনা থেকে কাপ্তাই পর্যন্ত নদী দুষনের জন্য ৮৯ টি উৎসকে চিহ্নিত করা হয়।