মার্কিন নির্বাচনী প্রচারণার শুরুতেই দুর্ঘটনায় পড়লো ট্রাম্প সমর্থকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মার্কিন নির্বাচনী প্রচারণার শুরুতেই দুর্ঘটনায় পড়লো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা। ট্রাম্পের সমর্থনে বের হওয়া প্যারেডের নৌকা ডুবে গেছে পশ্চিম অস্টিনে অবস্থিত ট্র্যাভিস হ্রদে।
শনিবার ট্র্যাভিস লেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে বর্ণাঢ্য প্রচারের আয়োজন করা হয়। এ সময় বেশ কয়েকটি নৌকায় হঠাৎ করেই পানি ঢুকতে শুরু করে। ফলে নৌকাগুলো ডুবে যায়। ডুবে যাওয়ার আগেই নৌকা থেকে হ্রদে ঝাঁপ দেন অনেকে। বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠে পড়েন। অনেককে উদ্ধার করে পাশে থাকা নৌকাগুলো। আগামী ৩ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।