মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের মানুষ বললেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আমেরিকার নিষেধাজ্ঞা দেয়াতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থহচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ’ পদক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ৮তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি রহিঙ্গা প্রত্যাবর্তনের সবাইকে এগিয়ে আসার আহব্বানও জানান।
দেশের স্বার্থ রক্ষা ও সম্পর্কোন্নয়নে দুই কূটনীতিককে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাক্সিলেন্স’ পদক ও ৮তলা ভবন উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান করে পররাষ্ট্র মন্ত্রনালয়। কূটনৈতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় পোলান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকিকে বঙ্গবন্ধু কূটনৈতিক পদকে ভুষিত করা হয়। এতে, গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা সংক্রমণ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে মানুষের দুর্ভোগ বেড়েছে। এই অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন।
মার্কিন নিষেধাজ্ঞায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ’ পদক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এসময় রহিঙ্গা প্রত্যাবর্তনে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান সরকার প্রধান।
দেশের স্বার্থ রক্ষা ও সম্পর্কোন্নয়নে দুই কূটনীতিককে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাক্সিলেন্স’ পদক ও ৮তলা ভবন উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান করে পররাষ্ট্র মন্ত্রনালয়।
এতে, গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা সংক্রমণ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে মানুষের দুর্ভোগ বেড়েছে।
এই অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন।
শেখ হাসিনা বলেন, এই পরিস্থিতিতে লাখ লাখ রোহিঙ্গার বোঝা টানা কষ্টকর হয়ে উঠেছে।
এটা সবার উপলব্ধি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাক্সিলেন্স পুরস্কার দেওয়া হয়।