মার্কিন ব্রিফিংয়ে হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গ
- আপডেট সময় : ০১:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১৭১২ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠেছে।
গতকালই মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে হিরো আলমের ওপর হামলার বিষয়ে জানতে চান এক সাংবাদিক।
প্রশ্ন করেন, মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশ থেকে ফেরার পরই দেশটির সরকার বিরোধীদের ওপর হামলার পুরোনো ধারায় ফিরেছে।গতকাল একটি উপনির্বাচন হয়। উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি। ১০ শতাংশ ভোটও পড়েনি উপনির্বাচনে। এ অবস্থায় কীভাবে বিশ্বাস করা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন? কারণ, ২০১৪ ও ১৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্য কী? জবাবে মার্কিন মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। যারা এই হামলায় জড়িত, তাদের বিচারের আওতায় আনতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র আগেও বলেছে, বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে এবং ওয়াশিংটন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। একইসঙ্গে নির্বাচনের সময় ঘটা এই সহিংসতার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চাওয়ার কথাও জানায় দেশটি।